Pablo Narudha

Skills:

  1. Partnership Management
  2. Protection of working Children
  3. TNA and Training Module Development
  4. Training facilitation, coordination, and Documentation( Bangla & English)
  5. IEC Material development ( Bangla & English)
  6. Project management
  7. Monitoring & evaluation
  8. Advocacy & Networking
  9. Project Proposal development
  10. Social Audit
RMG TRaining Manual

 

মডিউল -১

সেশন নং

সেশন নাম/টপিক

সাব টপিক/ আলোচনা

উদ্দেশ্য

পদ্ধতি

মেটেরিয়ালস্

সময়

সেশন - ০১

পরিচয় পর্ব

প্রশিক্ষনার্থীদের পরিচয় সম্পর্কে আলোচনা

 

তত্বীয়

 

 

সেশন - ০২

প্রত্যাশা যাচাই

প্রশিক্ষনার্থীদের প্রত্যাশার যাচাই সম্পর্কে আলোচনা করা

 

তত্বীয়

 

 

সেশন - ০৩

পূর্ববর্তী পরীক্ষা

দর্জি বিজ্ঞানের উপর পরীক্ষা

 

তত্বীয়

 

 

সেশন - ০৪

ট্রেনিং সেন্টার ও সেশন এর নিয়মকানুন

ট্রেনিং সেন্টার ও সেশন এর নিয়মকানুন সম্পর্কে আলোচনা কর।

 

তত্বীয়

 

 

সেশন - ০৫

প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষনের উদ্দেশ্য

প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষনের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা

 

তত্বীয়

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মডিউল -২ (মেশিন)

সেশন -৬

মেশিন সম্পর্কে ধারণা

১. মেশিনের প্রকারভেদ: ক) প্লেন মেশিন, খ) ওভারলক মেশিন,

গ) টু ননেডেল মেশিন, ঘ) ফেডলক মেশিন, ঙ) কাঞ্চা মেশিন,

 চ) চেইন স্ট্রিচ মেশিন, ছ) ফিড অব দা আর্ম মেশিন, জ) হোল মেশিন, ঝ) বাটন মেশিন, ঞ) বার্টেক মেশিন

২. মেশিনের কাজ:

ক) প্লেন মেশিন: প্লেন মেশিন ২ প্রকার যথা: অটো টিম্বার ও ম্যানুয়েল,

অটোটিম্বারের ব্যবহার: অটোটিম্বার দ্বারা পায়ে ব্যাক স্ট্রিজ এবং সুতা কাটা হয় ।

ম্যানুয়েল : ম্যানুয়েল মেশিন দ্বারা হাতে ব্যাক স্ট্রিচ এবং সুতা কাটা হয়।

খ) ওভারলক মেশিন: ওভারলক মেশিন দ্বারা কাপর কে লকস্ট্রিচ করা হয়।

গ) টু ননেডেল মেশিন: এই মেশিন দ্বারা পকেট রোলিং করা যায়।

ঘ) ফেডলক মেশিন: এই মেশিন দ্বারা হেম করা যায়।

ঙ) কাঞ্চা মেশিন: এই মেশিন দ্বারা বেল্ট টপসিন দেওয়া হয়।

চ) চেইন স্টিচ মেশিন: এই মেশিন দ্বারা সাইট টপসিন দেওয়া হয়।

ছ) ফিড অবদা আর্ম মেশিন: এই মেশিন দ্বারা সাইট ফোল্ডার করা যায়।

জ) হোল মেশিন: এই মেশিন দ্বারা বাটনের হোল করা যায়।

ঝ) বাটন মেশিন: বাটন মেশিন দ্বারা বাটন লাগানো হয়।

ঞ) বার্টেক মেশিন: এই মেশিন দ্বারা বার্টেক করা হয়।

 

 

 

 

 

 

সেশন নং

সেশন নাম/টপিক

সাব টপিক/ আলোচনা

উদ্দেশ্য

পদ্ধতি

মেটেরিয়ালস্

সময়

সেশন - ০৭

মেশিনের পার্স সম্পর্কে ধারনা

মেশিনের বাইরের যন্ত্রাংশ ও কাজ:

  1. প্রেসার বার এডজাস্টটিং স্ক্র: প্রেসার ফুট এবং ফীড ডগের মাঝখানে চাপকমানো বা বাড়ানো যায়। ব্যবহার: কাপড়ের মোটা পাতলার উপর নির্ভর করে এটা এ্যাডাজাস্টিং করা হয়। যেমন: ক) ভয়েল, পলেষ্টার, পপলিন ইত্যাদি খ) জিন্স, কার্ড ইত্যাদি।
  2. নিডেল থ্রেড টেনশন পোস্ট এ্যাসেম্বলী: নিডেল থ্রেড টেনশন পোস্ট এ্যাসেম্বলী সেলাই ঠিক করা হয়। যেমন: ফলক, গীট, কুচানো ইত্যাদি।
  3. প্রেসার ফুট: প্রেসার ফুট দ্বারা কাপড় চেপে রাখা যায়। ব্যবহার: এ অংশের কেনিলিফটারের সাহায্যে উঁচু ও নিচু করা হয়।
  4. ফিড ডগ: এর সাহায্যে পাসিং বা ফ্রি করা হয়।

      ব্যবহার: মেশিন চলন্ত অবস্থায় এই অংশটি ব্যবহার করা হয়।

  1. হ্যান্ড হুইল: হ্যান্ড হুইল এর সাহায্যে নিডেল উঠানামা করা হয়।

      ব্যবহার: ট্রেডেলের হালকা চাপ দিয়ে নিজের বডির দিকে

      ঘুরাতে হয়।

  1. ওয়েল ফ্লো ওয়েন ডু: ওয়েল ফ্লো ওয়েন ডু এর সাহায্যে চলন্ত অবস্থায় মেশিনে সঠিকভাবে তেল আছে কিনা তা দেখা হয়। ব্যবহার: এই অংশটি তখনি ব্যবহৃত হয় যখন টাঙ্কিতে পর্যাপ্ত পরিমানে তেল থাকে।
  2. স্টীচ লেন্থ রেগুলেটার:  এর সাহায্যে সেলাই বা ফোর ছোট বড় করা হয়।

      ব্যবহার: এ অংশের ঘুরিয়ে ফিরিয়ে এডজাস্টিং কওে ফোর

      ছোট বড় করা হয়।

  1. রেভার্স ফিড লিভার:এর সাহায্যে সেলাইযের শুরুতে এবং শেষে ব্যাকষ্টীচ বা ব্যাকটাক দেওয়া হয়।

ব্যবহার: ট্রেডেল এবং রিভার্স ফীড লিভারের চাপ দিয়ে ব্যাকটাক করা হয়।

  1. কেনিলিফটার: কেনিলিফটারের সাহায্যে প্রেসার ফিড উঁচু ও নিচু করা হয়।

ব্যবহার: এই অংশটি হাটু এর সাহয্যে ব্যবহার করা হয়।

  1. থ্রেড স্ট্যান্ড:
  2. টপ টেবিল
  3. মেশিন স্ট্যান্ড
  4. চেইক স্প্রিং
  5. পিটম্যান
  6. টেইক আপ লিভার
  7. চেইক স্প্রিং

মেশিনের ভিতরের যন্ত্রাংশ:

  1. ববিন
  2. ভি বেল্ট
  3. ক্লাচ মটর
  4. রুটারী হুক
  5. ট্রেডেল : এর সাহায্যে মেশিন চালু এবং বন্ধ করা হয়। ব্যবহার: এই অংশটি পায়ের সাহায্যে ব্যবহার করা হয়
  6. ববিন ক্যাস
  7. সুইং ইমপ্লিমেন্ট

 

 

 

 

সেশন - ৮

মেশিন চালানোর নিয়মাবলী

  1. মেশিনে সোজা হয়ে বসতে হবে টেবিল থেকে হাত পা সমান দূরত্ব বজায় রাখতে হবে।
  2. নাকের সোজা সুজি এর দিকে দৃষ্টি রাখতে হবে।
  3. দুই পা সমান করে পাদানের উপর দিতে হবে।
  4. দুই পায়ের বৃদ্ধ্যা আঙ্গুলী দ্বারা সামনের দিকে সামান্য চাপ দিতে হবে এবং গোড়ালি দিয়ে পেছনের দিকে চাপ দিতে হবে।
  5. মেশিনের হ্যান্ড হুইল সব সময় নিজের বডির দিকে ঘুড়াতে হবে।

 

 

 

 

সেশন - ৯

মেশিনের টুলস সম্পর্কে ধারনা

টুলসের নাম ও ব্যবহার :

  1. টেস্টার : যার মাধ্যমে বিদ্যুৎ পরিমান নির্ণয় করা যায় তাহাকে টেস্টার বলে।
  2. স্ক্র ড্রাইভার : প্রেসার ফিড বা স্ক্র খোলা  বা লাগানোর জন্য যে হাতিয়ার ব্যবহৃত হয় তাকে স্ক্র ড্রাইভার বলে।
  3. নিডেল ড্রাইভার: যার মাধ্যমে ছোট স্ক্র বা নিডেল খোলা হয় তাকে নিডেল ড্রাইভার বলে।
  4. সেলাই রেঞ্জ বা ঢালি : যার মাধ্যমে মেশিনের নাট খোল বা লাগানো হয় তাকে সেলাই রেঞ্জ বা ঢালি বলে।

 

 

 

 

                                                                  

 

মডিউল -৩ (পোশাক)

সেশন নং

সেশন নাম/টপিক

সাব টপিক/ আলোচনা

উদ্দেশ্য

পদ্ধতি

মেটেরিয়ালস্

সময়

 

 

সেশন - ১০

পোষাকের ধরন ও পোশাক তৈরির জায়গা সম্পর্কে ধারনা

পোষাকের প্রকারভেদ: ক) নারীদের পোষাক , খ) পুরুষদের পোষাক ও গ) বাচ্চাদের পোষাক

ক) নারীদের পোষাক: সেলোয়ার, কামিজ, ব্লাউজ, পেটিকোর্ট, পেন্টি ইত্যাদি।

খ) পুরুষদের পোষাক: পেন্ট, শার্ট, ফতোয়া, পাঞ্জাবী ইত্যাদি।

গ) বাচ্চাদের পোষাক: ফ্রুক, শার্ট ও প্যান্ট ইত্যাদি।

পোষাক তৈরির জায়গা: দর্জি ও গার্মেন্টস ফ্যাক্টরী

 

 

 

 

সেশন - ১১

পোষাক তৈরির প্রক্রিয়া

যন্ত্রাংশ ও চাহিদা:

কাপড়, দর্জি/ গামেন্টস ও সেলাই মেশিন

নারী :-------

পুরুষ:-------

বাচ্চা:-----------

 

 

 

 

মডিউল -৪ (পোষাক তৈরির ধাপ)

সেশন নং

সেশন নাম/টপিক

সাব টপিক/ আলোচনা

উদ্দেশ্য

পদ্ধতি

মেটেরিয়ালস্

সময়

সেশন - ১২

কাপড়

১. কাপড়ের নাম: বয়েল, পপলিল, লিলেন,জিন্স, টেট্রন, পলেস্টার ইত্যাদি

২. কাপড়ের ধরন: বয়েল, পপলিল -১০০% কটন, লিলেন- রেশম ৮৫% ও কটন ১৫%,  জিন্স- ১৫% পলেস্টার ও ৮৫% কটন, টেট্রন- ৬৫% কটন ও ৩৫% পলেস্টার, পলেস্টার- ১০০% পলেস্টার।

 

 

 

 

 

সেশন - ১৩

কাটিং

  1. কাটিং সম্পর্কে ধারনা:---------
  2. কাটিংয়ে ব্যবহৃত টুলস সম্পর্কে ধারনা: মেজারম্যান্ট টেপ, কাপড়/কাগজ, সিজার, সেপকার্ড, ট্রেইলারিং চক, স্কেল ইত্যাদি।

 

 

 

 

 

সেশন - ১৪

কাটিং

কাটিং ব্যবহারিক

  1. কাপড়ের ভাঁজ
  2. কাপড়ের মাপ

 

 

 

 

সেশন - ১৫

সেলাই

সেলাইয়ের প্রকার:

  1. ওভারলক সেলাই: পোষাকের সাইট আটকানো হয়।
  2. প্লেন মেশিনের সেলাই: যে কোন পোষাকে লকস্টিচ করা হয়।

 

 

 

 

 

মডিউল -৫ (কাটিং)

সেশন নং

সেশন নাম/টপিক

সাব টপিক/ আলোচনা

উদ্দেশ্য

পদ্ধতি

মেটেরিয়ালস্

সময়

সেশন - ১৬

মেজারম্যান্ট/সুত্র

মেজারম্যান্ট/সুত্র কিভাবে করতে হবে: নিজস্ব বডির মাপে মেজারম্যান্ট করা হয়।

  • নারীদের ক্ষেত্রে মেজারম্যান্ট
  • পুরুষদের ক্ষেত্রে মেজারম্যান্ট
  • বাচ্চাদের ক্ষেত্রে মেজারম্যান্ট

 

 

 

 

সেশন - ১৭

পেপার কাটিং

সঠিক মাপে পেপার নিয়ে ভাঁজ করা ও অাঁকা

 

ব্যবহারিক

 

 

সেশন - ১৮

কাপড় কাটিং

সঠিক মাপে কাপড় নিয়ে ভাঁজ করা ও অাঁকা

 

 

 

 

সেশন - ১৯

ড্রয়িং ও কাটিং

কামিজ

 

 

 

 

 

 

 

 

 

            হাতা

 

কামিজের সুত্র:

  1. লম্বা = ২৬²
  2. গলা = চেীওড়া- 2¼² - 2½²
  3. গলার লম্বা = 4½², 5², 5½²- 6²
  4. পুট = ১৪²
  5. আরমূল /মোহরা =6,  6½² - 7²
  6. বডি = ৩৬²
  7. কোমর = ৩২²
  8. হিপ = ৩৬²
  9. হাতা = ৯²
  10. মোহরী = ১০²

 

 

  1. লম্বা : লম্বা সমান লম্বা + ১² প্লেটের কাপর ½² সেলাইয়ের কাপড়।
  2. গলা: গলার পিছনে ১²- ২² গলা
  3. গলার লম্বা: সামনের গলা  4¼² , 4½², 5²
  4. পুট : পুট ½² তালপাত ½²
  5. আরমূল/ মোহরা: মহরা, বডির ¼ অংশ (-) 1½² ।
  6. বডি : বডির লাইন বডির ¼ অংশ + ১² সেলাইয়ের।
  7. কোমর : কোমর লাইন কোমরের  ¼ অংশ + ১² সেলাইয়ের কাপড়।
  8. হিপ : হিপ কোমর থেকে 5²- 6² নিচে।
  9. ফুট লাইন ফুটের ½ অংশ +½² সেলাইয়ের কাপড়।
  10. হাতা লম্বা সমান লম্বা ১² প্লেটের কাপর ½² সেলাইয়ের কাপর।
  11. হাতার মুহরী মুহরীর ½  অংশ ।
  12. ফুট লাইনের গলা 2, 2¼², 2½² কমন।

 

 

 

 

 

সেশন - ২০

 

সেলোয়ার

 

 

 

 

সুত্র: লম্বা = ৩৬²

সোজার পেনেলের কাপড় = ৯²

হিপ = ১৫² - ১৬²

পায়ের মোহরী = ১৮²

 

  1. লম্বা সমান লম্বা হবে।
  2. সেলোয়ারের উপরের বেল্টের কাপড় 6½² - 7² বাদ দিতে হবে।
  3. সেলোয়ারের হিপ ১৫² -  ১৬² হতে হবে।
  4. পায়ের মুহুরী ½  অংশ ।

 

 

 

 

 

 

সেশন -২১

 

পেটিকোর্ট:

 

 

 

 

 

 

 

 

 

  1. পেটিকোর্ট কাটার সময় বেল্টের কাপড় ৫² ছেড়ে কোমরের মাপের সমান লম্বা নিতে হবে।
  2. কাপড়টাকে গজে ভাঁজ দিতে হবে এবং আড়া আড়ি ভাবে কাটতে হবে। কোমরের ¼ অংশ মাপ নিতে হবে।

 

 

 

 

সেশন -২২

 

ব্লাউজ :

ব্লাউজের পিছনের পার্ট :

 

 

 

 

 

 

 

 

 

লম্বা = ১৩ ইঞ্চি, বডি = ৩৪ ইঞ্চি, কোমর = ৩০ ইঞ্চি, পুট = ১৩ ইঞ্চি, হাত = ৪ ইঞ্চি এবং মুহুরী = ১০ ইঞ্চি।

 

 

 

 

 

 

 

 
   

 

 


ব্লাউজের সামনের পার্ট:

 

 

 

 

 

 

 

ব্লাউজের সুত্র:

  1. লম্বা সমান লম্বা + ১ ইঞ্চি প্লেটের কাপড়  ½² সেলাইয়ের কাপড়।
  2. বডির লাইন বডির ¼ অংশ + ১ ইঞ্চি সেলায়ের কাপড়।
  3. কোমর লাইন কোমরের ¼ অংশ + ১ ইঞ্চি সেলায়ের কাপড়।
  4. ফুট লাইন ফুটের ½ অংশ+ ½² সেলাইয়ের কাপড়।
  5. ফুট ডাউন ½²তাল পাত ½²
  6. সামনের পার্ট পিছনের পার্টের চেয়ে ১ ইঞ্চি বর্ডির ১ ইঞ্চি লম্বা বেশি নিতে হবে।
  7. টিকেন লাইন  ফুটের লাইন থেকে নিচে ৯ ইঞ্চি নিতে হবে। ১ ইঞ্চি দুরে দুরে বসাতে হবে।
  8. হাতা লম্বা সমান লম্বা  + ১ ইঞ্চি প্লেটের কাপড় ½ ইঞ্চি সেলাইয়ের কাপড়।
  9. হাতার মুহুরী ½ভাগে অংশ।
  10. হাতার মহরা বডি ভাগের ¼ অংশ (-) 1½² মহরা ডিপ বডির ⅛ অংশ +  ১² ।
  11. গলা পিছন পার্টে ১² , ২² সামনে পার্টে 4½² ফুট  লাইনের গলা ২², ২¼², ২½² কমন।

 

 

 

 

 

সেশন -২৩

 

মেক্সি ও ইত্যাদি

 

 

 

 

সেশন -২৪

 

বাচ্চাদের পেন্টি

 

 

 

 

 

 

সেশন -২৫

 

বাচ্চাদের ফ্রক:

 

 

 

 

 

 

 

 

 

 

  1. লম্বা সমান লম্বা + ১² প্লেটের কাপড় ½² সেলাইয়ের কাপড়।
  2. বডির লাইন বডির ¼ ভাগের এক অংশ + ১² সেলাইয়ের কাপড়।
  3. পুট লাইন পুটের ½ অংশ + ½² সেলাইয়ের কাপড়।
  4. পুট ডাউন ½² তালপাত ½²
  5. কোমরের দুরত্ব পুটের সমান।
  6. কোমর লাইন কোমরের ¼ ভাগের এক অংশ + ১² সেলাইয়ের কাপড়।
  7. সেস্ত পটের সমান।
  8. কুচির লাইন কোমরের দ্বিগুন হবে।
  9. হাতা লম্বা সমান লম্বা + ১² সেলাইয়ের কাপড়  ½²
  10. হাতার মুহুরীর মুহুরী ½ অংশ
  11. হাতার মহড়া বডির ¼ অংশ - 1½²
  12. গলা সব একি।

 

 

 

 

 

সেশন -২৬

 

বাচ্চাদের ফতুয়া ও ইত্যাদি

 

 

 

 

সেশন -২৭

সেলাই

ভিডিও

 

ব্যবহারিক

 

 

মডিউল -৬

সেশন নং

সেশন নাম/টপিক

সাব টপিক/ আলোচনা

উদ্দেশ্য

পদ্ধতি

মেটেরিয়ালস্

সময়

সেশন -২৮

ডিজাইন/ক্যাটালগ

 

 

 

 

 

মডিউল -৭

সেশন নং

সেশন নাম/টপিক

সাব টপিক/ আলোচনা

উদ্দেশ্য

পদ্ধতি

মেটেরিয়ালস্

সময়

সেশন -২৯

বাজারজাতকরণ

  • সাম্ভাব্যতা যাচাই:
  • বাজার যাচাই :
  • স্থান চিহৃিত করণ:
  • দাম নির্ধারণ :
  • বিক্রি:

 

 

 

 

মডিউল -৮

সেশন নং

সেশন নাম/টপিক

সাব টপিক/ আলোচনা

উদ্দেশ্য

পদ্ধতি

মেটেরিয়ালস্

সময়

সেশন -৩০

ব্যাবস্থাপনা

 

 

 

 

 

 

3214 Views
Comments
()
Add new commentAdd new reply
I agree that my information may be stored and processed.*
Cancel
Send reply
Send comment
Load more
This is a free homepage created with page4. Get your own on www.page4.com
 
Pablo Narudha 0